মনের বুশম্যান বসে থাকে কচু পাতা নিয়ে এক বিন্দু শিশিরের আশে।
অথচ জমিনের মত দিন দিন আসমানও হয়েছে নিদারুণ-নিষ্ঠুর।
শিশির প্রতিক্ষায় গুনি দিন-রজনী।
কিন্তু নিষ্ঠুর আসমান উল্টো শিশির সংগ্রাহক কচু পাতারেই দেয় শুকিয়ে !
একেতো ছিল শিশির প্রতিক্ষা।
তার উপর ধেয়ে আসে লোলুপ মাংসাশী শার্দুল।
প্রাগৈতিহাসিক কাল থেকে আমাকে-আমাদের রক্ত পান করে ও।
তথাপি পারি না কিছু করতে।
কেবলই আসমানের শিশির প্রত্যাশা।
যদি কখনো ‘ও’ করে কিছু আমার-আমাদের জন্য।
অথচ সময় গননার সময়ের অনেক আগে থেকেই শিশির মেলে নি।
এক ফোটাও।
তথাপি  প্রত্যাশা।
তবুও কচু পাতা।
কিন্তু শিশির আসে না।
আসমান দিনকে দিন সরে যায় দূরে।
তারপরও মনের বুশম্যান বসে থাকে কচু পাতা নিয়ে।
যদি এক বিন্দু শিশির আসে।


{বি: দ্র: কবিতাটি কাব্যগ্রন্থে সংযোজিত হয়ে প্রকাশিত হয়েছে}