স্বাধীনতা মানে
একটি লাল-সবুজের পতাকার পতপত উড়াউড়ি।
স্বাধীনতা মানে
দুরন্ত বালকের হাতে নাটাই ঘুড়ি, চৈত্রের মাঠে ঘোরাঘুরি।
স্বাধীনতা মানে
বিলের ধারে কুমারী বালিকার শাক ভর্তি ডালাখানি।
স্বাধীনতা মানে
পার্কের বেঞ্চিতে আনাড়ি প্রেমিক-প্রেমিকার কানাকানি।
স্বাধীনতা মানে
বিশ্ববিদ্যালয়ের তুখোর মিছিল স্লোগানে স্লোগানে সামনে যাওয়া।
স্বাধীনতা মানে
শিক্ষকের অগণিত বই-খাতা-কলম, জ্ঞানগর্ভ বাণী দেওয়া।
স্বাধীনতা মানে
প্রিয় কবির উক্তি বার বার দিনে-রাতে, সভা কি একাকীত্বে আওড়ানো।
স্বাধীনতা মানে
তরুণ কবির নয়া কবিতা নিত্য দিনে পত্রিকায় ছাপানো।
স্বাধীনতা মানে
রবীন্দ্র-নজরুল-লালন সংগীত এক মঞ্চে গীত।
স্বাধীনতা মানে
মসজিদ-মন্দির-গির্জা-পেগোডায় ইচ্ছে মত গিয়ে হওয়া প্রীত।
স্বাধীনতা মানে
ইচ্ছে মত যা ইচ্ছে তাই বলার একটি মুক্ত মঞ্চ।
স্বাধীনতা মানে
নতুন কিছু করার সাধ, করতে পেরে রোমাঞ্চ।
স্বাধীনতা মানে
ভিক্ষার তাবৎ থালা বঙ্গোপসাগরে হারিয়ে ফেলা।
স্বাধীনতা মানে
সীমান্তে নারকীয় হত্যাকে তীব্রভাবে, প্রয়োজনে চোখ রাঙ্গিয়ে না বলা।
স্বাধীনতা মানে
সব বাঙ্গালীর হৃদ-পকেটে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে বাঁচা।
স্বাধীনতা মানে
তিন বেলা পেট ভর্তি খেয়ে সমস্ত বাঙ্গালীর খিলখিল হাসা।
স্বাধীনতা মানে
শামসুর রাহমান আর গুনের কবিতায় থেমে না থাকা।
স্বাধীনতা মানে
অগণিত জয়নুল-কামরুল হাসানদের নিরন্তর ছবি আঁকা।
স্বাধীনতা মানে
বাংলার বাতাসে আর কোন লাশের গন্ধ না ছড়ানো।
স্বাধীনতা মানে
রাজাকারের উদ্দেশ্যে নব নব ঘৃণা স্তম্ভ বানানো।
স্বাধীনতা মানে
বাংলার নদীতে রক্তস্রোত না বহা, চরহীন নদীর প্রত্যাশা।
স্বাধীনতা মানে
বাংলার আকাশে দোয়েল-শ্যামা-ময়না-টিয়ার উড়া-ভাসা।
স্বাধীনতা মানে
রাষ্ট্রের ভাষা বাংলা, বিভাষার আগ্রাসণ ঝেটিয়ে বিদায় করা।
স্বাধীনতা মানে
বিজাতীয়-বিদেশীদের কোন হিল্লে না নেওয়া, পায়ে না পড়া।
স্বাধীনতা মানে
নিজেদের শাসনতন্ত্র-গনতন্ত্র-সমাজতন্ত্র নিজেরা পছন্দ করা।
স্বাধীনতা মানে
ধর্মের নামে ব্যবসা না করা, না মরা, কোন উগ্র চিন্তায় না পড়া।
স্বাধীনতা মানে
শুধু স্বাধীনতা অর্জন নয়, চেতনাকে টিকিয়ে রাখা প্রজন্ম থেকে প্রজন্ম।
স্বাধীনতা মানে
স্বাধীনতার মানে বাস্তবায়ন করা, নিত্য নতুন মানে করা,
জরা-জীর্ণতা দূর করা, অভাব না থাকা, মূর্খতা-অজ্ঞতা লীন করা,
ব্যক্তির মত-পথ-ধর্ম-বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করা।


(কবিতাটি "বাদানুবাদহীনবাদ" কাব্য গ্রন্থ থেকে নেয়া হয়েছে)