আমি বিশ্বাসী তবে, প্রিয়ার গোচর-অগোচর কাজের কৈফিয়তও নিই ।


আমি বিশ্বাসী তবে, ব্যক্তির কথা-চিন্তা-শরীর ভঙ্গি অবলোকনের পর ।


আমি বিশ্বাসী তবে, ঢাক-ঢোল-ঘন্টা-আযানে মোহাবিষ্ট না হয়ে ।


আমি বিশ্বাসী তবে, কোরান-পুরাণ-সূত্র-উপদেশ এক সুতোয় গাঁথি ।


আমি বিশ্বাসী তবে, তাঁহাদের নির্দিষ্ট ধর্মে নয় ।


আমি বিশ্বাসী তবে, একক-শতক-সহস্রের বাদানুবাদ করে ।


আমি বিশ্বাসী তবে, কেন জানি মনে হয় ধর্মের ঈশ্বরগণ বেজায় ক্ষুদ্র ।


তাই বিশ্বাস করি, এমন এ প্রভুতে যাকে আমি প্রতি নিয়ত আমার চেয়ে সবল,


সব চেয়ে শক্তিমান এবং প্রয়োজন হলেই যাকে আমি বিরাট থেকে বিরাটতর


করে তুলতে পারি ।


(কবিতাটি নেয়া হয়েছে "একেবারে ঈশ্বরের মত" কাব্যগ্রন্থ থেকে)