বেহেশতের তাবৎ সুবাস মাড়িয়ে-
পাটের আঁশ পঁচা সুবাস মাখি আমার গাঁয়ে!
আমার সুবাস মাখা অঙ্গের টানে-প্রেমের বানে,
বেহেশতপুরীর সব হুরপরী-অপ্সরী এসে বলে-
আমার কানে কানে!
আমায় ভালোবাসবে ওগো সোনালী সুবাস মাখা যুবক সখা।
আমি বলি খিলখিলি।
ছি ছি দূর হ যত কালি-ধলি।
আমার আছে যে বাংলার বালি।
যে হাতে পড়ে শাপলার বালি, নাকে পড়ে বরই ফুলি,
কানে আছে শর্ষে ফুলি, গলায় আছে হিজল ফুলের মালাখানি।
আমি ক্যামনে বলি? আমি কি যেমন-তেমন ছেলে!
শত হলেও বাংলার ছেলে বলি হেলে-দুলে,
স্বাপ্নিক বালায় মন ভোলে না, ভুলি বাংলার বালা পেলে।