আমি দেখেছি সবুজের মাঝে আমার ভালোবাসা
সবুজ কেমন করে দিয়েছে আমাকে বাঁচার আশা !
দেখেছি সবুজ,দেখেছি ছায়া-
ছাড়তে পারিনিতো সবুজের  মায়া
বহু কাল বহু দেশ ঘুরে
আমার আমাকে রেখেছি সবুজের দূরে .......
ঘুরিয়ে বেড়িয়েছি শুভ্র বরফের পাহাড়ে
পাইনিতো খুঁজে আমি আমারে ।
কত নদ কত নদী সহসা দিয়েছি পাড়ি
ভাবিনি কখনো তোমায় যাবো ছাড়ি.......
জীবনের তাড়নায় নিজেকে লুকিয়েছি মরুর দেশে
সেখানোও খুঁজেছি তোমায় তপ্ত বালিতে মিশে.......
নীল আকাশে তাকিয়ে বলেছি বারবার
ওগো মেঘ ভাসিয়ে নাও মোরে সবুজে আবার ---
নিজিকে দেখেছি মরুর মাটিতে করতে হাহাকার
সবুজহীন জীবন আমার খোঁজে মুক্তির দ্বার
তবে কি বুঝে নেভো সবুজ চিরো আমার,আমি শুধু তার
সবুজের ছায়া ছাড়া আমার কবিতা অন্ধকার।