ছাত্র জনতার তীব্র আন্দোলন দুই একদিনের নয়
বহুদিনের পুন্জিত ক্ষোভ কর চাটুকাররা ভয়।
সালাম, রফিক, জব্বারের রক্তেভেজা বাংলাদেশে
নির্লজ্জ সব পাপিরা আর থাকবি কয় দিন পুশুর বেশে।


বজ্রকণ্ঠে হুংকার শুনি আমরা খুনির বিচার চাই
খুনি কেন টাকার জোরে বারবার ছাড়া পায়।


ট্রাকের চাপায় পঙ্গু হয় সভ্য জাতির ভবিষ্যৎ
সেই খুনিদের হয়না বিচার দেয়না কেউ কপিয়ত।


দর্নীতিতে ছেয়ে গেছে প্রশাসনের সব শিকল
শিকল ভেঙ্গে ছাত্র সমাজ কোরবে তোদের বিকল।
সন্তানহারা বাবারা যখন শোকের সাগরে ভাসে
প্রজাতন্তের মন্ত্রী তখন মুচকি দিয়ে হাঁসে।