অন্ধকারে ভেসে আসছে বাংলায় তাঁদের কন্ঠস্বর
তাঁরা তো আর কেউ নয় সালাম,রফিক জব্বার।
হঠাৎ তাঁরা অন্ধকারেও বলে উঠলেন
রাষ্ট্র ভাষা বাংলা চাই-
হে তরুন ভাষা সৈনিক তুমিকি জানো?
আজ আমার মাটিতে বাংলা ভাষা নাই।
হে নতুন প্রজন্মের ভাষা সৈনিক তুমিকি জানো?
ভাষার জন্য তোমায় লড়তে হবে দৈনিক,
জানোনা, সালাম রফিক হেঁসে বললেন
এখনো রক্তাত্ত জামা আর ক্ষত শরীরে
দাঁড়িয়ে আছি ঢাকায়-
শুধু একটি প্রশ্ন করবো কেন
কেন আজ বাংলা ভাষা বন্ধি বইয়ের পাতায়।
হে তরুন ভাষা সৈনিক তুমিকি দেখছোনা?
মোদের গৌরব মোদের আশা
আহা মরি বাংলা ভাষা
বউলের মুখে আজ শুনিনা এমন গান
চাইনিজ,হিন্দি, ইংরেজি ভাষার বাড়ছে অনেক মান।
তারপর অন্ধকারে হারিয়ে গেলো তাদের কণ্ঠস্বর
প্রভাত ফেরিতি খুঁজবো তোমাদের
সালাম,রফিক জব্বার।