বৃত্ত বৃত্ত    বলে চিল্লাই
হিসাব সবার পাক্কা
অক্ষরকেই মাত্রা ধরে
ঘুরাই ছন্দের চাক্কা।


কখনো কই মিশ্রুবৃত্ত
কখনো  জাতবৃত্ত,
মুক্ত বদ্ধ এক দুই কই
ছন্দের নাকি নিত্য।


স্বরবৃত্তের হিসাব পাক্কা
সব খানেতেই এক
মুক্ত বন্ধ  নাই ভেদাভেদ
স্বরের টানে জেক।


গভীর ভাবে ভাইবা দেখো
অক্ষরেরী পেট
বর্ণ বেটা করলো কিরে
নাই কেনো তার বেট।


ছন্দে যারা পন্ডিত আছি
গভীর ভাবে দেখ
বর্ণ অক্ষর ভিন্ন জিনিস
যতই ভাবি এক।।


তবে কেনো পায় না মূল্য
ভাষার বর্ণ ভাসে
খন্ডস্বরের  মূল্য কোনো
বললে সবাই হাসে।
এই হাসা কি শেষ সমাধান
প্রশ্ন কবির কাছে।