শীত ঋৃতুতে তপন মামা
তুষার বনে লুকায়
প্রাণীকুলের   মরণ দশা
শীতের চুটে কুকায়।।


বাঁচার লাগি  সবাই ছুটে
ঘরে কিঙবা গুহায়,
হিমেল বায়ু সেথায় ডুকে  
হৃদয় মাঝে গুঁতায়।


কাঁপাই তুলে প্রাণীর দেহ
কঠিন রোগে ভোগায়
সবাই বলে  ছ' দিন ধরে
তপন মামা  কোথায়।


ভবোকুলের গরীব যারা
পোশাক বিহীন থাকে
তোমার তাপে শিথিল হবে
সেই ভাবনায় বাকে।


কোথায় গেলে তপন মামা
নয়ন মেলে তাকাও
প্রাণী জগত ডাকে তোমায়
হিমেল বায়ু  তাড়াও..