যাচাই বাঁচাই না করিয়া
মরলে সবাই যে কষিয়া
কি ছিলো ভুল কহিলেনা,
মারতে মারতে ক্ষতকরে
দিলে ছেড়ে ত”ভবোঘরে
মনের কষ্ট বুঝিলে না।।


কতো দিন রাত খেটে খুঁটে –
তোমাকে পাই ভাগ্য জুটে।
কথা না শুনিয়া কাঁদালে,
নির্বাক হয়ে বসে ভাবি –
মিটালে কার্ মনের দাবি,
কি যে ভুলে তুমি ফাঁসালে।।


জানে নাতো কো মনোপাখি-
যেথা তোমায় যত্নে রাখি ,
ভেবে কাঁদে সে হৃদোপাখি।
কি ছিলো টুটি না তো জানি-
কেনো করিলে মানোহানি,
দিলে কেনো যে ভবো ফাঁকি।।


ভেবে যাহে ত দিনোমণি
কেমনে দিলে বুকে ফণী,
তারই কষ্টে কাঁদে মণি।,
কেনো তুমি পর যে “হইলা
পুরান স্মৃতি সবি ভুইলা।
সে শুকে কাঁদে দেহধনি।।


কেমন করে ভুললে স্মৃতি
নাকি তোমার স্বজন প্রীতি।
বার বার তা জানিতে চায়ে,
মনোপ্রাণ, নিতিবান কাজি,
তাই ত সাজি পথিক পাজি।
তোমার চোখে তোমার গাঁয়ে।