তোমার লাগি কান্দে দেহ,  কান্দে মনো প্রাণ,
কোথায় গেলে পাবো তোমায়, পাবো তোমার ঘ্রান।।
দাও গো বলে প্রানের বিধি,দাও গো বলে দাও।
তোমার লাগি দিবা রাত্রি,চোখ বানালো ঘাও।।
খুঁজে  হরান হইল ভবে মানব দেহ প্রাণ।
কোথায় গেলে পাবো তোমায়, পাবো তোমায় ঘ্রান।।


তোমার খুজে দেশান্তরি, হইছি ভবে সাই।
কোথায় গেলে পাবো তোমায়, বলো কোথায় যাই।।
লোকের মুখে জানতে পারি, তুমি সর্বযাজী।
সব খানেতে রাখো নজর,   তুমি সর্বদামী।।
দাও গো বলে দাও গো বিধি, দাও গো বলে হায়।
দেহ মনটা ব্যকুল ভবে ,  তোমায় কাছে চায়।।


তোমার খুজেঁ জামাত গড়ি,  লুটে যাই ত পড়ে।
তবু তোমায় পাইনা খুঁজে , জগতে-রই ঘরে।।
তোমার লাগি কান্দে দেহ, কান্দে মনো প্রাণ।
কোথায় গেলে পাবো তোমায়, পাবো তোমার ঘ্রান।।
""'''"""''''''''"""""""""""""""""""""""""""