এই উচ্ছিষ্ট দেহাতি হৃদয়
ভেঙে পড়া পাঁজরের মুখচ্ছবি
চিরকাল স্বপ্ন দেখেছে তোমার
এক ফোঁটা জলের করুণাধারা;


কখনো শিশির কখনো মুক্তো
কখনো বসন্ত মুখর দিন
কখনো নরকের আগুনজ্বলা চিতার বৈভবে
কখনো তাম্রবর্ণ কিশোরীর অকাল বৈধব্যে
ঠাই চেয়েছে তোমার অতল দীঘির ভরাজলে-


প্রেম তবুও গিয়েছে ঝরাপাতা মারিয়ে
তাঁর মর্মরধ্বনি শোনায় কি দারুণ নিদাঘে
মধ্যরাতের গান ক্রন্দসি কুকুরের!
তবুও প্রেম দেখেছে সদ্যতৃণের চোঁখে
মেখে থাকা রক্তাক্ত সূর্যোদয়
হরিৎ শষ্যদানার সন্তাপ;


সতত প্রেম ছত্রখান শরের মত
আকুল পরাভবে আভূমি নত
পেতেছে শয্যা ছিন্ন আর আরক্ত
আপন পালক শয্যায়!