যে আলপথ চলে গেছে আকাশগঙ্গার দিকে
পদাবলীর রাতগুলোতে যে পথে হেলেদুলে
জোনাকীর সাথে নির্ঘুম কেটেছে অনেকগুলো কৈবর্ত সময়
সে আলপথ ছিল ডাহুকের, কেঁচোদের, ঝিঁঝিঁদের
শটিবন থেকে হু হু করা বার্তা নিয়ে আসা হাওয়ার সাথে
উড়ে উড়ে বহুকালের ভ্রমণ শেষে কোথায় কোথায় ঘুমে গেছে
সে রাতের তারারা, জোনাকীরা, কেঁচো, ডাহুকেরা!


যে নদী বয়ে গেছে নিথুয়া পাথারে
যার ঢেউগুলো বলে গেছে একে একে আসন্ন দ্বিধার গল্প
পরাণের গহীনে ফেলে গেছে নিষিক্ত ফেনার মত হাহাকার
যে নদী প্রতি বাঁকে রেখে গেছে বিবষা দিনের দীর্ঘশ্বাস
যাকে সঙ্গ দিয়েছে নৈরিতে নিরম্বু মেঘের পদচিহ্ন
সে নদী ছিল জেলেদের, রাখালের নিরার্থ বাঁশির কলতানের
সেই ঐক্যতানের লয়, মীর সুরগুলো ভেসে ভেসে কোথায় যেন
মিলিয়ে গেছে কোন নিঃসঙ্গ কবরের কৌমার্য নিস্তব্ধতার মত!
          
                                                ১০ জানুয়ারী, ২০২০
                                                মন্ত্রিয়ল, কানাডা।