তারা হাসে মিটিমিটি
দিয়ে গালে হাত,  
শীতকালে তাড়াতাড়ি
হয়ে যায় রাত।  
চাঁদমামা ছুটে ছুটে
আসে সেজেগুজে,  
ডিউটিযে দিতে হবে
পুরো রাত জেগে।


মেঘ বলে,' চাঁদ দিদি
করছি আড়াল
এই ফাঁকে শুয়ে নাও;  
কি করেছ হাল!  
একটু যত্ন নাও
করো বিশ্রাম,  
অকারনে কেনো তুমি
এত পরিসান?  
এই শীতে চোর কবি
সবাই যে ঘরে,  
কে আছে যে ঠান্ডায়
মরবে বেঘোরে!  
রবি দাদা ভালো আছে,  
মজা তার খুব;  
ডিউটিতে মাঝেমাঝে
দেয় সেও ডুব।
কুয়াশা বন্ধু তার
রাখে তাকে ঢেকে,
ঘুম তার পুরো হলে
দেয় তবে ডেকে।'


চাঁদ বলে,'মেঘ ভাই
দেখিনাযে বড়,
এই ঠান্ডাতে তুমি
কিযে ভাই কর!  
গ্রীষ্মেতে পাই তাও
ঘনঘন দেখা,
বর্ষাতে একটানা
আঁকো জল রেখা।  
মাঝেমাঝে এই ভাবে
যদি আসো কাছে,  
ক্ষনিকের তরে মোর
এই প্রান বাঁচে।  


'কথা দিল এই ভাই,
আসবো আবার,  
তুমিযে আমার দিদি
সেই কবেকার।  
শীতের সময়টুকু
যাই শুধু দেশে,  
নদীনালা সাগরেতে
থাকি মিলেমিশে।  
একটু গরম হলেই  
রবি দাদা হাঁকে,  
'ওরে ভাই আয় তোরা
এই বেলা চলে।'

এর মাঝে ফুট কেটে
বলে শুকতারা,
'একটুতো যেতে দিবি
আছে খুব তাড়া।
অনেক আগেই উচিৎ
যাওয়াটা আমার,
রাতের নিয়ম এটা
এটাই গ্রামার।'  


এই ভাবে রবি চাঁদ
তারা মেঘ দিয়ে,
আকাশ নিজের শোভা
নেয় বাড়িয়ে।  
প্রতিদিন নবরূপে
নব নব সাজে,  
কখনো সে ডানপিটে
কখনোবা লাজে।
সুন্দরী নীলাকাশ
আমাদের লাগি,
নিজেরে সাজিয়ে রাখে
দিনরাত জাগি।