অন্বেষণ



আমি চলে যাব বহুদূরে
               সব ভাবনাকে সাথে করে;
হাঁসের সাবকের পিছু পিছু।
     দূর এক পাহাড়ের ঝর্নার জলে
নিজেকে দেখব বহু যুগ পিছিয়ে গিয়ে,
        আর বৌদ্ধস্তূপের কোলে লেপ্টে থাকা
এক ক্লান্ত ছায়ার কাছে হাঁটুগেড়ে বসবো,
চোখের পাতায় এক কর্পূর অনুভূতি  


তুমি থেকো এইবেলা,
      সব উষ্ণতার অঙ্গীকার অহেতুক
কুঁচবক এঁকে চলে চলবার পথ হাঁটু জলে।
কে এগিয়ে আছে,
        নিজেকে সন্তর্পনে পিছিয়ে ফেলার অছিলাতে প্রতিদিন


আমার কি আছে ! যা মুক্তি পেতে চায়;
       খোলা একটুকু কথা আর অভিমানে মাখা সারাদিন,
তোমার দুয়ারে ফেলে আসা প্রতীক্ষার
        দীর্ঘ্যনিঃশ্বাসের অমাবস্যার চিত্র এক অন্তহীন।



                    ইকারাস