অ্যাট দি স্ট্রোক অফ দি মিড নাইট আওয়ার


আগস্ট মাসে কান্না আসে
চোখের কোণে জল জমে
বাক্যরহিত দাঁড়িয়ে থাকি
দুইটি দেশের সঙ্গমে
সটান যখন স্যালুট করি
মাথায় ঠেকাই হাতখানা
বুকের ভিতর গুমরে মরি
পড়লে মনে রাত খানা
ছাড়তে হলো জন্ম ভিটা
হলাম সেদিন ঘর ছাড়া
উচিৎ ছিলো হিসেব করে
সঠিকভাবে দেশ গড়া
কিসের লোভে ছেলেখেলা
এমন কঠিন ঘৃণ্য ভুল
আজও করি অশ্রু মোচন
আমরা যারাই ছিন্নমূল
সাত পুরুষের ভিটেমাটি
স্বপ্নে ডাকে হাত নেড়ে
বলে, ওরে একলা ফেলে
কেমনে গেলি তুই ছেড়ে
ক্ষমতারই লেনদেনেতে
যেদিন ছিলে নেশায় চুর
লক্ষ-কোটি বাস্তুভিটায়
উঠলো বেজে বিষাদ সুর
তিন পুরুষের দগদগে ঘা
বইছে বুকে বাঙাল জাত
কণ্ঠে গরল নিয়ে কাটায়
আনন্দেরই মধ্যরাত


ইকারাস