আজকে থেকে পণ করেছি
বাসবো ভালো সবাইকে  
বাচ্চা বুড়ো গরীব ধনী
দেখবো আমায় ঠেকায় কে
করব আমি আলিঙ্গন
ধরবো চেপে বাতাসকে
মাখবো গায়ে পথের ধুলো
চুমবো আমি আকাশকে
আজকে আমার সাথী হবে
বৃক্ষরাজি পাখির দল
এখন থেকেই করব আদর
কুয়াশা শিশির বৃষ্টি জল
প্রসংশায় ভরিয়ে দেবো
জোৎস্না রাতের চন্দ্রমা
দেখবো চেয়ে মিষ্টি হেসে
ভোরের আলোর রমরমা
হাত বুলিয়ে করব আদর
শষ্য ক্ষেতের হলুদ ফুল
হয়তো ভালো বাসবো আমি
কাদায় ভরা নদীর কুল
মেঘের কালো লাগবে ভালো
ডাকবো ওদের মোর পানে
বিজলী আওয়াজ পশবে মনে  
লাগবে ভালো এই কানে
খুশির ভালো, ভালোর খুশি
মনে আমার উঠছে ঢেউ
নিমন্ত্রণ দিচ্ছি সবে
আসবে কিগো তোমরা কেউ।