তোমার চোখে আটকে থাকা দৃশ্য
অহেতুক অতীতকে উৎসাহ দেয়।
যখন প্রথম বর্ষায় মাটি নিজেকে
অবলীলায় উন্মুক্ত করে
তখনই তোমার বোঝা উচিৎ
প্লাবিত হওয়া অস্বাভাবিক নয়;  
আমার কাছে যেটুকু ছিল
হয় অনাবৃষ্টিতে শুকিয়ে গেছে
বা বানভাসিতে.....
সংযত ষড়রিপু পঙ্গু হয়ে ঝুলে  আছে
সভ্যতার শেষ সীমানায়,  
কোন এক ল্যাম্পপোস্টে।  
আমি হয়তো তোমায় এবার
না চেনবার ভান করব,  
তবে বাধ্য হয়েই
পথের কুকুরের মতন সহ্য করে নিও
ভালোবাসার অপমানটুকু।


পুনশ্চঃ এর পরেও ভালোবাসার মৃত্যু হয়না!



                           ইকারাস