ভাগ্য রেখার আঁকাবাঁকা গলি পথে
বেহায়া ভিখিরির মতন চেয়ে থাকি
আতস কাঁচে চোখ ঢেকে।
হতাশায় নিদ্রাহীন কচুকাটা রাতগুলি
গ্রহদের হাসি মজা দিনরাত অথবা..


সব ছেড়ে চলে গেছে আজ অভিমানে,
মগজে নিয়েছে ঠাঁই কবিতারা।
সহায় সম্বলহীন খোশ মেজাজী
এক অনাবিল উলংগ উন্মাদ


আর ভয় নেই শ্বাসরুদ্ধ হওয়ার,
সবাই ছড়িয়ে আছে আশেপাশে।
আগুন জ্বালিয়ে দেবে প্রয়োজনে,
মৃত শরীরের গায়ে কাব্য উঠবে জেগে।