ঘুমন্ত ওস্ঠে ছুঁয়ে যাওয়া ছোটছোট হাসি;
কাঠঠোকরার ডাকে স্বপ্ন ভাঙ্গে
কোন এক নিঝুম ঘুঘু ডাকা
দুপুরের কোলে
মায়ের পাশে থাকা চঞ্চল দুটি চোখ
অথবা সজাগ কানের অস্থিরতা
কবে খেলার সাথীরা হাঁক দেবে.....
ছুটে যাবে শিশুবেলা
মায়ের গায়ের গন্ধ ফেলে চুপিসারে
সবুজের টানে নীল আকাশের নিচে।  


আবার এক শরতের রাতে ভুল করে
মেঘের আড়াল থেকে
চাঁদ উঁকি দিয়ে ছিলো;
লজ্জায় ঢেকেছে সে মুখ,
ফেরেনি সে আর বহুদিন জানালার কাছে
ডুব দিয়েছিল দীঘি কালো জলে
শেওলা মোড়া সবুজের স্মৃতি মাঝে
পড়ে আছে বহুদিন সমাহিত।  
এখনওকি জোনাকিরা বোনে
নিপুন জরির কাজ
অন্ধকারের ঘন কালো ঝোপেঝারে
হ্যেরীকেন আলোয় বড় হওয়ার প্রস্তুতি
আর অবিরত ঘুমের হাতছানি মাঝে
ঝিঁঝিঁ ডেকে আনে
ঘুমের নিরবচ্ছিন্ন গভীর রাত
আবারও খেলা আর খেলা
সাদাকালো পরীদের সাথে


                           ইকারাস