সত্তরের সেই গনগনে আগুনে সেঁকা
        শব্দেরা কবেই মিইয়ে গেছে
আমার সাদা রক্তকণিকা সব
              স্বযত্নে ফ্রিজে রাখা আছে
                
এইতো মোটে পৃথিবী    
        কয়েকটা পাক খেল!
এত ক্লান্তি কিসের?
        
সাফল্য মহানন্দে কিটি পার্টি করে
            পাঁচতারা অন্ধকার ঠান্ডা ঘরে

           ফরাসি সুবাস ঘোরে সন্ধ্যের
                হোটেলের বলরুমে
সংযত ঠোঁট ছোঁয়া
               পানীয়ের গ্লাসে  


পার্কিং প্লেসে গাড়ী গুলি      
          লিপস্টিক মেখে
                      গল্পে মশগুল

বয়সে বাড়ালেই শিশু হওয়া যায়
      ওষুদেরা আজ
অশক্ত হাত ধরে টেনে নিয়ে চলে
         বহুদূর ধূসর পথ ধরে
                আই সি ইউ ওঠে নিলামে


মৃতদেহ কাঁচ ঘরে ঢাকা
             গামছা শ্মশান বন্ধু
        নিমপাতা সব এলোমেলো


এইতো পৃথিবী মোটে
            কয়েকটা পাক খেলো....