কবে বুকের মাঝের হিংস্র নেকড়ে হবে
ত্রিশূলে ঘায়েল।
গেরুয়া ধ্বজা উড়ুক  আজানের সুরে।
আমরা অবতার হব প্রতিজন, পথে ঘাটে।
নীরব শব্দে মুখরিত হবে বিবেক ভূমি,
ইছামতী ভেসে যাক একূল ওকূল,
পানি জল মিশে যাবে তৃষ্ণার সঙ্গমে
আল্লাহর মেঘে ভরে উঠুক অমৃত বারি
গোমাতা চড়ে বেড়াক  মসজিদ প্রাঙ্গণে
বোরখা ভিতরে ঘোমটার লুকোচুরি,
কাবলিওয়ালারা আসুক হিন্দুকুশ থেকে
পিতারা হেরে যাবে আব্বার কাছে
লালনরা তুলে নিক মৈত্রীর ধ্বজা
একফালি বাঁকা চাঁদ থাকবে অপেক্ষায়
সূর্য কবে তারে ধরবে জড়িয়ে।