এক ঝলক দৃষ্টির সুখ আজও
আটকে আছে বাসের জানালায়।
সব ছড়িয়ে গেছে দীর্ঘ্য আয়ু পথে,
এলেমেলো অসংযত টুকরো টুকরো
ভেঙ্গে যাওয়া কাঁচের ফুলদানির
কণাগুলো খোঁচা দেয় মাঝেমাঝে।
নামতার দিন আজ সমাহিত,
তবুও কেন জানালায় হাত ছুঁয়ে দেখি!
যেই কথা লেখা ছিল চোখের ঝাপসা মেঘে ,
আমি চাইনি তা নীরবতা ভেঙ্গে
শব্দ হয়ে যাক নির্লজ্জের মতন।
বুকে নিয়ে শব্দকোষ বেছে নেবো
যতটুকু প্রয়োজন হবে সময়ে অসময়ে,
অলসতার নাছোড় দুপুর বেলায়।