এখনও দাঁড়িয়ে আছো তুমি গাছের তলায় ?
হয়ত কতো হাজার বছর মিশে যাবে
এই রাস্তার ধুলায় অথবা জনারণ্যে......


শঙ্কা সংকোচের বুদ্ বুদ্ বুকে চেপে ধরে
ঠাঁয় দাঁড়িয়ে থাকো বোকার মতন
না বলা শব্দ টুকু অমর  করে....


জীবন স্রোতে বয়স ভেলা ভেসে চলে
সোনালী পাতলা গোঁফ হয় পুরু কৃষ্ণবর্ণ
নতুন শব্দরা ভিড় করে হাত ধরে টানে......


কাক দম্পতি এখনও আছে পথ চেয়ে।
ভালোবেসে ছিলো, বুনেছিল বাসা সেই গাছে,
ভাষাহীন ভরসা নিয়ে চৈএের বিকালে, সঙ্গী হয়ে..


শিশির সন্ধ্যায়, উতপ্ত দ্বিপ্ররে আইসক্রিমওয়ালা
চলে যায় গান গেয়ে চোখের অগোচরে সুর টুকু রেখে।
কিশোর একা থেকে যায় হাজার বছর শব্দ হাতে নিয়ে..


জন্ম থেকে জন্মান্তরে হাত বদল হয় গুপ্ত ধন,
সরু গোঁফ হয় মোটা কখনও শ্বেত শুভ্র;
থেকে যায় শুধুই না বলা শব্দ দুটি গাছের তলায়।
    
                               ইকারাস