চামড়া গুলো কুঁচকে গিয়ে
               বলছে বারেবারে,
পরকালের সময় হলো
                হানছে আঘাত দ্বারে।  
এখন আমি বুঝতে পারি
               কি করেছি ভুল,
সকাল বিকেল অনেক ভেবেও
              পায়নি কোন কুল।
বোকার মতন ভেবে ভেবেই
             কেটেই গেলো বেলা,  
কিসের লাগি হিংসে করি
             করি ছেলেখেলা।
হাতে গোনা কয়েকটি দিন
              এইতো মোটে পুঁজিi
এরই মাঝে ঝগড়া লড়াই
            সুখের চাবি খুঁজি।
হাঁসের মতন দুধের থেকে
            জলটুকু দাও বাদ,
ভালোবাসায় ভরিয়ে দিয়ে
            মেটাও মনের সাধ।
সবার সময় মাপা আছে
            একটু বেশি কম,  
সময় হলেই আসবে ছুটে
             দুয়ার পাশে যম।
তখন তুমি থাকবে বেঁচে
         তোমার কাজের মাঝে,  
করবে স্মরণ মন্দ ভালোর
         যেটা তোমায় সাজে।