সৃষ্টির কাজ সৃষ্টি করেছে
                    জন্ম দিচ্ছে দিক
ধ্বংসের কাজ ধ্বংস করবে  
               তারে কেন দাও ধিক
আলোর কারনে পথ খুঁজে পাও
               আলোর এটাই ধর্ম
আঁধারে হারাবে পথ নাহি পাবে
              আঁধারের তাই কর্ম
ঘাতকের কাজ ঘাতক করবে
              বিঁধবে ছুরি বুকেতে
উপকারী শুধু প্রার্থনা করে
               রাখবে কিকরে সূখেতে
লোভী মানুষেরা চাই চাই করে
                  কম পড়ে যায় পাছে  
দাতা যারা হয় সবকিছু তার
                বিলোবে সবার কাছে
কাপুরুষ যারা ভয়ে ভয়ে থাকে
               লুকিয়ে থাকবে গর্তে
সাহসীরা পারে সব বাধা ঠেলে
              শাসন করতে মর্তে
বার বার মরে বেঁচে থাকে  যারা
             নেইযে কোনই মানে
মরেও যে বাঁচে মানুষের মনে
            সেইতো বাঁচতে জানে


                   ইকারাস