গভীর রাতে ঘুম ভাঙ্গিয়ে
একটুখানি কষ্ট দিবি?
উদাস দিনে বিকেল বেলা
বাতাস হয়ে ভাসিয়ে নিবি
ভরদুপুরের আগুন মেখে
ফাগুন মাসের পলাশ হবি
অকারণে যখন তখন
একটু খানি কষ্ট দিবি?


রাস্তা ঘাটে ভিড়ের মাঝে
আমার হাতের স্পর্শ নিবি
অভিমানে মুখ বেঁকিয়ে
একলা পথে হোঁচট খাবি
লোকাল ট্রেনে আমায় দেখে
হটাত্ করে থমকে যাবি
সুযোগ পেলেই আঘাত হেনে
একটু খানি কষ্ট দিবি?


অন্য লোকের ঘরণী হয়ে  
সুখের দিকে পা বাড়াবি
বরের কথায় উঠাবসা
জিমে গিয়ে মেদ ঝরাবি
নীল সাগরের তীরে বসে
অনিচ্ছাতেও ভদকা খাবি
ভোগ বৈভব হাতের মুঠোয়
অলীকসুখে দিন কাটাবি
পারিস যদি বেকার বলে
একটু আমায় কষ্ট দিবি?