পশ্চিমেতে সূর্য যখন ডোবে
ভাববে জগৎ ভারতবাসি শোবে
সমুদ্র আর ঢেউগুলি সব জেগে
জীবন সাথে ধাইচে প্রবল বেগে


উপর দিকে বাড়াচ্ছে সব হাত
ছুটছে সবাই সকাল থেকে রাত
বাঁচতে গেলে দুমুঠো ভাত চাই
সঙ্গে লাগে মাথা গোঁজার ঠাঁই


স্বপ্ন বেচা ঐ শহরের কাজ
সব ঋতুতেই ঝলমলে তার সাজ
আকাশ যেন চুমছে বাড়ি ঘর
নেইযে হিসাব কে কার আপন পর


যদি জ্বালায় হোটেল স্টেশন ট্রেন
হার মেনে নেয় সন্ত্রাসীদের ব্রেন
শহর যেন নির্ভীক এক প্রান
সইতে পারে লক্ষ বোমার ঘ্রান


এই শহরই বুকের কাছে টানে
পাচ্ছে মানুষ বেঁচে থাকার মানে
সূর্য যতই ডুবুক সাগর জলে
তবুও সবাই আসবে দলে দলে


                         ইকারাস