অন্ধকারকে ঢেকোনা আর আলো দিয়ে,  
বড় চোখে লাগে আলোর বিচ্ছুরণ।  
অন্ধকারকে দাও একান্তে নির্জনতা।
নিঃশব্দের অনুভূতি কাছে টেনে নাও;
প্রেমের টুকরোগুলো মিশে আছে
মনের আলোহীন নিকষ অনন্ত অন্ধকারে।  
অপার নিঃশব্দের মাঝে
স্মৃতিগুলো নেয় শ্বাস, পায় সতেজতা,
মেলে দেয় ডালপালা ধীরেধীরে।
তাই আমি আজো খুঁজে ফিরি বারবারের
জনারণ্যের আলোকময় গর্জন মাঝে
নিঃশব্দের নির্জন একাকীর অন্ধকার।  


                            ইকারাস