বিকেলের সোনালী নরম রোদের মতন,  
হয়তবা শিমুল তুলো বাতাসে
গেছে উড়ে দূরে,বহু দূরে বৃক্ষ হতে।
তবু কেন যানি প্রেম টুকু রয়ে গেছে,
কনে দেখা গোধূলির ক্ষণিকের আলো হয়ে।  
আছে শুধু কাশ বনে বয়ে যাওয়া
নদী তীরে ক্রীড়ারত বাতাসের
ঝিরিঝিরি আনাগোনা।
পদ্মের শেষ পাঁপড়ি টুকু এখনো রয়েছে
বৃতি মূলে শিশিরের ছটা বুকে ধরে।
শতাব্দী প্রাচীন দেউলের জনহীন প্রাঙ্গণে
পেতলের ঘন্টাটি দুলে চলে
ঢং ঢং ঢং!
ঢাক ঢোল আরতির আড়ম্বর অতীতকে সঁপে দিয়ে।
তাই শুধু বেঁচে ছিল,বেঁচে থাকে,
বেঁচে আছে জীবনের শেষ প্রেমটুকু!