আগুন জ্বালানো দুটো আদিম পাথর,  
সভ্যতার তাচ্ছিল্যে বিচলিত হয়না।  
উৎসমুখ কিছুই আশা করেনা বহমানতার কাছে।
আমার লোমকূপ দীর্ঘ্যতম শ্বাস নেয়;  
সব ভুল ভুলে ঠিক ভেবে নেওয়াই  বাঁচা বলে।
অভিমান ধুয়ে আর জল খাইনা,  
তবুও জানি সব পাবই,
আঁকিবুঁকি হিজিবিজি মাঝে।
সব ভালো শূন্যেও শুরু হতে পারে,
চোখের জলের অপেক্ষায়-
জিহ্বার অগ্রভাগ সিঞ্চিত হয় সুখে।


                 ইকারাস