শেষের দিনে থাকবে সবাই
                 চারটি কাঁধই যথেষ্ট
যেতেই যদি হবে তবে
                 হলেই কেন ভূমিষ্ঠ
চোখের কোণে মেঘ জমেছে
           নিয়ম করে ঝরছে জল
চুপটি করে দেখতে পাবে
   কোনটা আসল কোনটা ছল
ধূপের ধোঁয়ায় দেখবে লোকে  
      শোকের বিপুল আস্ফালন
ঠোঁটের ফাঁকে থাকবে পড়ে
             দুএক ফোঁটা গঙ্গাজল
অপেক্ষাতে থাকবে মাটি
            হাত বাড়াবে বারংবার
ফুলের সাথে হয়তো পাবে
                 অনিচ্ছাতে নমষ্কার
দৃষ্টি তোমার আটকে দেবে
        তুলশী পাতার এতই ভার
বলবে সময় মুছিয়ে দেবো
          যতই থাকুক অহঙ্কার
খুলতে হবেই শক্ত মুঠি
          ছাড়তে হবে লাভের ধন
অনিচ্ছাতেও ভুলতে হবে
              করতে হবে সমর্পণ