কক্ষপথে ছিটকে এসে তুমি
ধরলে আমার শক্ত করে হাত
তবে কেন অভিযোগের ভিড়ে
হারিয়ে গেলো স্বপ্ন সুখের রাত


নদীর ঘাটে বাঁধা ছিল তরী
প্লাবন এসে ভরিয়ে দিল কুল
এখন আমি শুকনো নদীর বুকে
বুঝতে পারি আমার কোথায় ভুল


বৃন্ত মূলে আঁটকে থাকা কলি
স্বপ্ন দেখি পাঁপড়ি মেলা ভোর
প্রজাপতির মন ভোলানো রং
কেটে গেছে অবুঝ মনের ঘোর


তবুও জানি আসবে ফিরে ফিরে
বাড়িয়ে দেব আবার দুটি হাত
ভরসা নিয়ে বাঁধবো আবার বুক
এবার তুমি ছাড়বে না আর সাথ


                          ইকারাস