ঝিমিয়ে পড়া শহরের পথঘাট।
মাঝপথে অচেনা ক্লান্ত পথিক,
খুঁজে ফিরে প্রানের অস্তিত্ব
নিয়নের মৃদু আলোতে।


ঘুমন্ত শহরের নেই কোন জাগ্রত প্রাণের অস্তিত্ব,
ঘামেভেজা শরীরে ক্লান্ত পথিক তবু দাঁড়িয়ে।
শুন্যতায় ক্রমশ বাড়ে হতাশা;
ঠিক তখনই বসন্তের বাতাসটা মৃদু স্বরে বলে যায়,
পথিক তুমি তো একা নও!
হতাশ পথিক হুংকার ছাড়ে,
"আমি একাই"!
ল্যাম্পপোস্টের উপরে বসা কাকটা উড়ে যায়।


একা পথিক নতুন করে একা হয়,
এবার সে সত্যিই একা।