সমুদ্র,
তোর ওই গর্জনের রহস্য কি?
এটা কি তোর আনন্দ; হাজার মানুষের ছোয়া পেয়ে!
নাকি হাজার বছরের জমানো কান্না,
কারো অপেক্ষায় থাকতে থাকতে।


কত মানুষ তোর বুক জুড়ে খেলা করে,
আর্তনাদের ভাষা তারা জানে না,
কান্নাকে হাসি ভেবে ভুল করে।
আসলে যে যার নিজের ভাষাই শুধু জানে,
কারো সাথে কারো মিল নেই, যে যার মত একা।
কেউ কাউকে বোঝে না,
তুই আমাকে-না আমি তোকে।
হয়তো কখনো কেউ বোঝে;
তারাই হয়ত হারায় তোর ওই অসীম ব্যাথার বুকে।