কেমন যেন একটা ঘোলাটে পরিবেশ তাই না!
তীব্র বাতাস কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না,
হয়তো অনুভূতিহীন হয়ে গেছি,
আবার ভীষণ ভয়ের জন্যও হতে পারে; একেবারে ছেড়ে যাবার ভয়।
কিছু না থাকার থেকে তো কিছু থাকা ভাল।


আমি ভীতু এটা না মানলেও
তোমার ব্যপারে আমারমত ভীতু কেউ নেই।
তাইতো ঠোট নাড়াতে পারি না, দাতে-দাত চেপে পরে থাকি।
অনুভব করতে থাকি;
তোমার জন্য ভারী হয়ে ওঠা আশেপাশের বাতাস,
অনুভব করতে থাকি;
আমার দূর্বল হৃদয়ের প্রত্যেকটা কম্পন।
সত্যি বলছি;
আমার সাহস নেই এতটুকু তোমায় নিয়ে হার-জিতের খেলা খেলতে।


হাজার বছর এভাবেই কাটিয়ে দিব,
তবু সামনে থেকে হারাতে চাইনা কখনোই।
তাইতো পাথর চেপে বসে থাকি;
হাতটা ধরার সাহস করিনা কখনোই।