সূচনায় স্মরি তব নাম হে করুণ স্বতই করছ দান
তুমি জগতের প্রভু ওগো মোরা গাহি তব গুণগান
সকল তারিফ তোমারি জন্য নাহি কেহ ভবে আর
তুমি দয়াময় না চাহিতে প্রভু দান কর বারে বার।


বিচার দিনের মালিক যে তুমি করি তব আরাধনা
তোমারেই ডাকি তোমাতেই করি সাহায্য প্রার্থনা
সাবলীল পথ দেখাও আমারে যেই পথ চাও তুমি
যাহাদের পথ ভালবাসিয়াছ সেই পথ যাবো চুমি।


অবাধ্য জনে যে পথে গেছে চাই না সে পথ কভু
অভিশপ্ত রোষানলে তোমার রেখনা আমারে প্রভু
করুণাময় হে প্রভুগো আমরা ভুল করি কভু যদি
ক্ষমা চাই ওগো বিচারের দিনে করোনা অপরাধী।


তোমার দুয়ারে কাঁদি বসে আমি দাও গো আশ্রয়
মিনতি আমার বরণ কর হে ওগো মোর দয়াময়।
*****
                        
রচনাকালঃ ২০ আগস্ট ২০১৮


*পবিত্র আল কোরআনের শ্রেষ্ঠ সুরা যাকে কোরআনের মা বলা হয় "সুরা আল ফাতেহা" এর বঙানুবাদ অবলম্বনে লিখিত।