শোনো শোনো শোনো বন্ধুরা সব শোনো দিয়া মন
বন্ধু ছাড়া কেমনে বাঁচে মানুষের জীবন?
তাইতো বন্ধুরা সব।


তাইতো বন্ধুরা সব জড়ো হলাম এক সারিতে আজ
সাদা কালো ছোট-বড় নাইতো কোনো লাজ।
দেখো কি চমৎকার।


দেখো কি চমৎকার আমরা সবার গড়েছে একতা
সবার তরে থাকবো সবাই এটাই তো বারতা।
আমরা বন্ধু ক'জন।


আমরা বন্ধু ক'জন আছি যেমন জ্ঞানে গুনে মানে
দেশের সেবা করব আমরা দেখবে সর্বজনে।
বলছি একতাই বল।


বলছি একতাই বল আনন্দের ঢল থাকবে সদা প্রাণে
ঐক্যবদ্ধ থাকি যদি যে থাকি যেখানে।
কারো দুঃখ দেখলে।


কারো দুঃখ দেখলে সবাই মিলে দাঁড়াবো তার পাশে
হিংসা বিবাদ ঝগড়া ঝাঁটি নাহি যেন আসে।
বয়স বাড়ছে বাড়ুক।


বয়স বাড়ছে বাড়ুক মনে মনে থাকবো চির নবীন
আমাদের সম্প্রীতির বন্ধন হবে না তো মলিন।
আমরা সুখে দুখে।


আমরা সুখে দুঃখে হাসি মুখে করিবো আলিঙ্গন
ভালোবাসায় প্রেম প্রীতিতে থাকিবো আজীবন।
আমরা একসাথে।


আমরা একসাথে দিনে রাতে যে যেখানেই থাকি
সুখে-দুঃখে চলো মোরা সবার খবর রাখি।
দুঃখে আছে যারা।


দুঃখে আছে যারা বন্ধু তারা আমাদেরই স্বজন
বুকেতে জড়িয়ে তাদের করে নিবো আপন।
মায়ার বাঁধনেতে।


মায়ার বাঁধনেতে দিনে রাতে থাকবো সদা পাশে
কারো তরে অবহেলা নাহি যেন আসে।
আমরা সবার প্রতি।


আমরা সবার প্রতি যত্নে অতি রাখবো ভালোবাসা
অসহায়ের সহায় হবো এটাই মনের আশা।
আমরা বন্ধু সবে।


আমরা বন্ধু সবে সগৌরবে করবো দেশের সেবা
দেশপ্রেমে থাকবো আগে রুখবে মোদের কেবা।
আমরা দেশের লাগি।


আমরা দেশের লাগি জীবন বাজি রাখবো আজীবন
দেশের স্বার্থ দেখবো আগে আসলেও মরণ।
আমরা করছি শপথ।


আমরা করছি শপথ এই অভিমত রাখছি সবার তরে
ভাঙ্গন যেন নাহি আসে আমাদের এই ঘরে।
তোদের ভালোবেসে।


তোদের ভালোবেসে করতেছি শেষ একতার এই গীতি
তোদের প্রতি রইলো আমার ভালোবাসা প্রীতি।
বলছি আল্লাহ হাফেজ।


বলছি আল্লাহ হাফেজ খুশির আমেজ রাখবো ধরে সবাই
থাকবো ভালো রাখবো ভালো করছি আশা সদাই।
এবার বলছি বিদায়।
*****


রচনা কালঃ ২৮ এপ্রিল ২০২৪