ওগো মেহেরবান
তোমার হাতেই আমার প্রাণ
পার করো ওগো অকুল নিদান
দয়াল ওগো চুপিসারে
এসেছি তোমার দ্বারে
কতো কথা জমা আছে অন্তরে
আমি পাপী গুনাগার
চাই গো তোমার দিদার
কান্দি বসিয়া তোমার দরবারে
আমি হইয়া বেহুশ
করেছি কতোই দোষ
ডুবিয়া ছিলাম আমি সংসারে
না চিনিয়া তোমারে
পড়েছি গো সায়রে
দাওগো প্রভু নিদান পার করে
শত ভুলে সংসারে
পড়ে আছি আঁধারে
একটু আলো তুমি দাও মোরে
আমার জানা-অজানা
আছে কতো গুনাহ
তুমিতো ক্ষমার প্রতীক মাঝারে
ভুলে মান অভিমান
দেখাও তোমার শান
একবার দাও গো দেখা আমারে
ওগো মেহেরবান
তোমার হাতেই আমার প্রাণ
পার করো ওগো অকুল নিদান
*****


রচনা কালঃ ৩১ মার্চ ২০২৪