তোমায় নিয়ে স্বপ্ন ছিল মস্ত
স্বপ্ন দেখতে দেখতে আমার
জীবন গেল অস্ত
স্বপ্ন তুমি দেখেই গেলে বিত্ত
বিত্তের খুঁজে বিকিয়ে দিলে
অনেক দামি চিত্ত
অর্থ খেলায় তুমি ছিলে মত্ত
এরই ফাঁকে জীবন থেকেই
হারিয়ে গেছে সত্য
ঈর্ষা দম্ভে চেতনা ছিলো বদ্ধ
রঙের দুনিয়া তাই তো বুঝি
ভেবেছো নীল পদ্ম
অজান্তে পিয়েছো নিজ রক্ত
আপন আলয় খেলছো তুমি
তাগুদের হয়ে ভক্ত
ভ্রমে পরে হয়েছি আমি রিক্ত
কাঁচকে হীরা ভেবেছি আমি
তুমি আনন্দে সিক্ত
নতুন জীবন হোকনা পয়মন্ত
শুভকামনা তোমারই জন্যে
রইলো গো অফুরন্ত
*****


রচনা কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৪