ভালোবাসা পাইতে হলে
ভালোবাসায় প্রাণ লাগে,
পাওয়ার শর্ত উহ্য রেখে
ভালোবাসতে হয় আগে।


একটু সুখে বাঁচতে হলে
কয় সমুদ্রের কড়ি লাগে!
কড়ির জন্য জীবন নয়
জীবন মানে খুঁজ আগে।


বাঁচার মতো বাঁচতে হলে
কয়টা বুকের ঘ্রাণ লাগে!
হাজার বুকে স্বার্থ খুঁজে
সুখ পেয়েছেন কে আগে!


এক জীবনে সুখের জন্য
কয় দেবতার ভোগ লাগে!
ভোগের স্বপ্ন ছেড়ে দিয়ে
ত্যাগের শিক্ষা নাও আগে।
*****


রচনা কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৪