ভালো তো তুমি আমায় বেসে ছিলে
তবে অন্যের সাথে কেন দ্বন্দ্বে জড়ালে?
ভালোবাসা রেখে হৃদয়ের আড়ালে
অন্যের কথায় কেন নিজেকে হারালে?


স্বপ্নের মহল টা কেন ভেঙে হলো চূর
আজ কেন দুটি মন বেদনায় আতুর?
অপরের ইশারাতে ঝাঁপ দিলে ফাঁদে
দুখি দুই নয়ন আজ এই শোকে কাঁদে।


ভালো তো তুমি বেসে ছিলে আমারে
তবে ভাসালে কেন অসীম এ সাগরে?
নিজ হাতে কেন করলে বুকটা বিদীর্ণ
নিজত্ব যা ছিল সব করে দিলে জীর্ণ?


কত না স্বপ্নে গড়েছিলাম কারু হেম
অহং ও দম্ভে করে দিলে কাঁচা প্রেম!
ভালো তো তুমি আমায় বেসে ছিলে
তব বিষ দাঁতে কি আমারেই দংশিলে!
*****


রচনা কাল: ১০ জানুয়ারি ২০২৩