আমি রাসেল হতে চাই
এই প্রিয় মাটি জন্মভূমি টা
সোনায় মুড়াতে চাই
আমি রাসেল হতে চাই।


যেখানে রবে না হিংসা বিবাদ
অবিশ্বাসের ছোঁয়া
সুখের পায়রা উড়বে আকাশে
নহে আনবিক ধোঁয়া।
বাবার স্বপ্ন সোনার বাংলা
সোনায় মুড়াতে চাই
আমি রাসেল হতে চাই।


পাষাণের মন গলেনি সেদিন
শেখ রাসেলের কান্নায়
বুকের রূধিরে ধুয়ে দিতে চাই
সেদিনের সেই অন্যায়
এ মাটির তরে নিজেরে বিলিয়ে
প্রতিদান দিতে চাই
আমি রাসেল হতে চাই।


পিশাচের দল নিয়েছিল কেড়ে
শেখ রাসেলের প্রাণ
সেই লহু আজও পদ্মা মেঘনা
গঙ্গাতে বহমান
রাসেলের তেজ এই বুকে ধরে
দেশটা গড়তে চাই
আমি রাসেল হতে চাই।


বাবার চোখেই স্বপ্ন সাজাই
এমন টা যেন হয়
দুর্নীতিবাজ ঘুষখোর সবে
আমায় করবে ভয়
এদেশের তরে যায় যাবে প্রাণ
ভয় কভু নাহি পাই
আমি রাসেল হতে চাই।


আমি রাসেল হতে চাই
এই প্রিয় মাটি জন্মভূমি টা
সোনায় মুড়াতে চাই
আমি রাসেল হতে চাই।
*****


রচনা কালঃ ১৮ অক্টোবর ২০২২