ওই দুটি চোখ যেন তোর শান্ত বহতা নদী
ছলছল জল ধীরে সর্বদা বহিছে নিরবধি।
ইচ্ছা করে সাঁতার কাটতে ঐ নদীর জলে
ডুব দিয়ে থাকি ঐ নদীটার গহীন অতলে।

তোর ঐ এলো কেশে মেঘেরা করে খেলা
মনে চায় ভাসিয়ে দিই মন পবনের ভেলা।
সেথায় ভেসে হতেম যদি আমি নিরুদ্দেশ
প্রেমের না'য়ে কাটাতাম ভুলে দুঃখ ক্লেষ।

তোর বদনে খেলা করে লক্ষ তারার হাসি
ঠোঁটের কোণে মৃদু হাসি বড্ড ভালোবাসি।
সেই হাসিতে হতেম যদি আমি মুক্তা ধারা
সুখসঙ্গি হয়ে তোর কাটতো জীবন সারা।
*****

রচনা কালঃ ১৫ মে ২০২৪