এমন তো কথা ছিলো না
উল্টো পথে যাবে জীবনে যত ছিলো
সাজানো গুছানো ভাবনা।
এমন তো কথা ছিলো না।


অধরাই রয়ে গেলো সুখ পাখিটা
বাকিটা জীবন বুঝি এমনই রবে।
নীড় হারা পাখি হয়ে আমি একেলা
আঁধারের মাঝে কেঁদে যাবো নীরবে।
এমন তো কথা ছিলো না।


বুঝিনিতো কোন দিন এমনি করে
স্বপ্নের ফুল গুলো পরবে ঝরে।
মনে মনে রাজা সাজা আর হবেনা
হারানো সেদিন গুলো ফিরে পাবো না।
এমন তো কথা ছিলো না।


এমন তো কথা ছিলো না
উল্টো পথে যাবে জীবনে যত ছিলো
সাজানো গুছানো ভাবনা।
এমন তো কথা ছিলো না।
******


রচনাকালঃ ৪ ডিসেম্বর ২০১৮