এই স্বাধীন বাংলাদেশে
যখন মীরজাফরের বেশে
ভেঙে দিয়ে সকল আশা ভরসা
জাতিকে করেছে নিঃস্ব খুনি কুলাঙ্গার।


কত পথ ঘুরে দেখেছি
আর হতাশায় ডুবে মরেছি
তখন তুমি দেখালে নতুন আশা
জাতির পিতার স্বপ্নের এদেশ গড়বার।


তুমি প্রত্যয়ি অনন্যা
তুমি জাতির পিতার কন্যা
তোমাকে পেয়েছি এ বুক বেঁধেছি
এই বাংলার প্রগতি রুখবে সাধ্য কার?


তুমি আমাদের বুবুমনি
আমরা তো শুধু এই জানি
যতদিন এই দেহে আছে প্রাণ
তোমার জিয়নে চাইনা কাউকে আর।


মানবতার জননী তুমি
ভালোবেসে এই জন্মভূমি
জীবনটাকে বাজি রেখে ওগো
দেশ ও দশের করবে কে আর কেয়ার?


দুঃখী বাঙালির প্রিয়জন
তুমি ছাড়া কে আছে এমন
দুঃখেও সুখে তুমি মিশে আছো
কে আছে এমন বাসবে ভালো অপার?


জননেত্রী তুমি জনতার
তুমি বাংলার বাংলা তোমার
তোমাকে রেখেছি হৃদয় গহিনে
তুমি ছাড়া আর চাইনা কাউকে আর।


তুমি বাংলার গর্বের ধন
শোষিতের তুমি আপনজন
তুমি আলোকিত বিশ্বের মাঝে
হিংসায় নিন্দুকে জ্বলে পুড়ে ছারখার।


তুমি মহীয়সী বিশ্বনেতা
এই বাঙালির তুমিই ত্রাতা
তুমি আছো আজো তুমিই রবে
তোমাকে ছাড়া ভাবি না কাউকে আর।


তুমি বাঙালির কান্ডারি
যাব কোথায় তোমায় ছাড়ি
ছায়া হয়ে রবো তোমারই সাথে
তুমিই প্রাণ ভোমরা এই কোটি জনতার।
*****


রচনা কাল: ২২ ডিসেম্বর ২০২২


নোট: আওয়ামী লীগের ২২ তম জাতীয় কাউন্সিল উপলক্ষে জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লেখা।