তাই তাই তাই
চল মামার বাড়ি যাই
জানিনা তো কি খাওয়াবে
ভাবছি বসে তাই।


তোরা সবে যে যাই ভাবিস
ভয় করি থুরাই
মনের আশা এবার আমি
বলেই দিতে চাই।


মন্ডা মিঠাই গাওয়া ঘি
শীতের পিঠা থাকবে কি?
খেজুর গুড়ের রসের পায়েস
ভাগ্যে এবার জুটবে কি?


মামা মামির ভালোবাসা
পাবো বড্ড মনে আশা
নানির হাতের খিলি পানে
মনে বেজায় তৃপ্তি আনে।


নানাজানের হুক্কাটাতে
দেবো সুখের টান
কবে যাবো মামার বাড়ি
মন করে আনচান।


না পাই যদি যাহা কিছু
পুশছি আমি মনে
সত্যি বলছি দেবো আড়ি
মামা রে তোর সনে।
*****


রচনাকাল: ৩০ নভেম্বর ২০২০