একদিন চোখাচোখি বসেছিলাম
কপালে এঁকেছিলাম নীল টিপ
অপলক চোখ দুটি দেখেছিলাম
মায়াবী সাগরে যেন দুটি দ্বীপ।


একদিন আমি তোর হয়েছিলাম
খুলে দিয়েছিলাম সকল দোয়ার
অসীম স্বপ্ন মনে সাজিয়েছিলাম
দুইটি প্রাণে ছিল সুখের জোয়ার।


একদিন হাতে হাত রেখেছিলাম
পায়ে পায়ে হেঁটেছিলাম বহুদূর
কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম
দেখেছিলাম এক সোনালী ভোর।


একদিন কষ্টকে ছুটি দিয়েছিলাম
স্বপ্ন ডিঙ্গায় ভেসে বেড়াবো বলে
মনের ব্যথা সব ভাসিয়েছিলাম
নাইতে নেমে ওই ঝর্নার জলে।


একদিন গলা ছেড়ে গেয়েছিলাম
একই সুরে বাঁধা ছিল দুটি প্রাণ
প্রেমের ডিঙ্গা দোঁহে বাইছিলাম
ভুলে গিয়েছিলাম সব পিছুটান।


একদিন আমি ভালবেসেছিলাম
দুজনাতে হয়েছিলাম একাকার
প্রেমের সাগরে দোঁহে নাইছিলাম
ভেঙে দিয়েছিলাম সব পারাবার।


একদিন ওই বুকে লুকিয়ে ছিলাম
হৃদয়ে গেঁথে ছিলাম স্বপ্নের মালা
সকল ব্যথা তব শুষে নিয়েছিলাম
মনে ছিল যত না পাওয়ার জ্বালা।


একদিন সব বাধা ভেঙেছিলাম
জড়িয়ে ছিলাম মধুর আলিঙ্গনে
প্রেমের বাসর বুকে গড়েছিলাম
দুজনে মজেছিলাম সুখ মিলনে।
*****


রচনা কালঃ ২১ ডিসেম্বর ২০২৩