বধু কোন আলো লাগলো চোখে
ঐরূপ দেখে ফেরে না চোখ মন ভরেছে সুখে
বধু কোন আলো লাগলো চোখে


তোমার দুটি ডাগর চোখে জ্বলছে হীরা মতি
ওই তনুতে ভিড় করেছে হাজার প্রজাপতি
রুপ ছড়ানো অঙ্গ হেরি রা ফোটে না মুখে
বধু কোন আলো লাগলো চোখে


বাগান বিলাস হাসনাহেনা গোলাপ গাঁদা জবা
লুটিয়ে আছে খোঁপায় তব দিচ্ছে দারুন শোভা
তুমি যেন রংধনু আজ ওই আকাশের বুকে
বধু কোন আলো লাগলো চোখে


এ কি অপরূপ সেজেছো প্রিয় সাত রং মাখিয়ে
আমি যে মাতাল হয়েছি এই রূপ মাধুরী পিয়ে
মম তনু-মন সিক্ত করে ভাসাও আরো সুখে
বধু কোন আলো লাগলো চোখে।
*****


রচনা কালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৪