স্বাধীনতা তোমায় আনতে গিয়ে
বুকের তাজা রক্ত ঢেলে দিলো যারা
তাদের জানাই আমি লাখো সালাম।


স্বাধীনতা তুমি ভোরের রক্তিম সূর্য
স্বাধীনতা তুমি সাগর নদী সম রক্ত
হারাতে দেব না কভু আর তোমাকে
লাখ জীবনের দামে তোমায় পেলাম
তাদের জানাই আমি লাখো সালাম।


স্বাধীনতা তুমি দুঃখি মায়ের মুখে হাসি
বোনের খোঁপায় গুঁজা তুমি ফুল রাশি
হায়েনার থাবা থেকে ছিনিয়ে তোমায়
এনেছে বিলিয়ে যারা নিজ জান মান
তাদের জানাই আমি লাখো সালাম।


বুলেটের সম্মুখে পেতে দিয়ে এ বুক
এনেছি তোমায় দিতে এতোটুকু সুখ
দূরে যেতে দেব নাগো তোমারে কভু
আজকে সকলে মোরা শপথ নিলাম
তাদের জানাই আমি লাখো সালাম।


স্বাধীনতা তোমায় আনতে গিয়ে
বুকের তাজা রক্ত ঢেলে দিলো যারা
তাদের জানাই আমি লাখো সালাম।
*****


রচনা কালঃ ১৯ জুন ২০২৩